Palash Biswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti basu is DEAD

Jyoti Basu: The pragmatist

Dr.B.R. Ambedkar

Memories of Another Day

Memories of Another Day
While my Parents Pulin Babu and basanti Devi were living

"The Day India Burned"--A Documentary On Partition Part-1/9

Partition

Partition of India - refugees displaced by the partition

Monday, July 6, 2015

'Mukti Chai' | Cultural evening of resistance | 11th July, 3 pm, Muktangan auditorium (Rashbehari Crossing)



Mukti Chai

Join us for a people's cultural meeting on 11th July (Saturday) at Muktangan auditorium from 3 pm. For an evening of resistance with songs, speeches and accounts, book readings, film screenings and exchanges.

We demand release of all prisoners of conscience!

11th July (Saturday)
3 pm - 7 pm
Muktangan auditorium, Rashbehari Crossing (Near Kalighat Metro)

+++++++++++++++++++++++++++++++++++

Film Screening:
Prisoners of Conscience. Documentary by Anand Patwardhan 

Words:
Soni Sori
Dr. Binayak Sen
Shubhendu Dasgupta 
Rajeev Yadav (Rihai Manch and AIPF)
Ajay TG (documentary filmmaker, Chhattisgarh PUCL, previously held under UAPA), 
family members of affected political prisoners, lawyers and activists fighting for the release of political prisoners 

Songs of resistance and awakening:
Bipul and Anushree Chakrabarti 
Nitish Roy 
Sushmit Bose 
Swabhav Natok Dol 
Ranjanprasad 
Pratirodher Gaan

The meeting is being held with a goal to bring people together to demand-
- Unconditional release of Chhatradhar Mahato and five others who have been convicted on 11th May and meted out life sentences. The convention will mark two months of that draconian sentence.
- Release of political prisoners elsewhere in India, including people still held under TADA, detained under PSA (in Kashmir), Maruti workers, Muslim youth including the large number of undertrials in Purvanchal (UP) and political activists like Maudany, Communists including Saibaba, Hem Mishra, artists including Kabir Kala Manch and all others
- Scrapping of the draconian UAPA, AFSPA, PSA and the Sedition act

Organized by: Cinema of Resistance, Kolkata

RSVP

মুক্তি চাই! 

ছত্রধর মাহাতো সহ সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে গণ সাংস্কৃতিক অনুষ্ঠান 

"দাবী-
এই নিরন্ন স্তব্ধ মধ্যরাত্রির রক্তচোষা উদারতায় নীল নক্ষত্রের

কোটি কোটি মশাল জ্বালানো মুক্ত আকাশের নীচে
ভারতবর্ষ নামক এই বিশাল নিখুঁত ভাবে নির্যাতিত
মনুষ্যত্বগ্রাসী জেলখানা থেকে
সমস্ত রাজনৈতিক বন্দী সহ
সমস্ত গরীব মানুষের
শর্তহীন মুক্তি চাই।" 

- 'মানুষের অধিকার', মণিভূষণ ভট্টাচার্য।

সুধী,

আজ থেকে দু'মাস আগে, মেদিনীপুরের সেশন কোর্ট ছত্রধর মাহাতো, সুখশান্তি বাস্কে, সগুন মূর্মু, শম্ভু সোরেন, রাজা সরখেল ও প্রসূন চ্যাটার্জীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। অপরাধ 'রাষ্ট্রদ্রোহ'! প্রথম চারজনের বিরুদ্ধে ইউ-এ-পি-এ নামক একটি দানবীয় আইনও ব্যবহার করা হয়। সারা দেশ জুড়েই এই রায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সরব হয়েছেন। আইনের লড়াই-এর পাশাপাশি অন্যান্য ভাবে প্রতিরোধ খাড়া করা ছাড়া আমাদের সামনে আজ পথ নেই। 

কিন্তু ছত্রধর মাহাতোরা একা নন। কাশ্মীর থেকে মণিপুর। ছত্তিসগড় থেকে বিহার। মারুতি কারখানার ১৪৮ জন শ্রমিক থেকে সন্ত্রাসবাদী সন্দেহে অসংখ্য মুসলিম যুবক। জমি লুঠ, জঙ্গল লুঠ, শ্রম লুঠ, দেশ লুঠের বিরুদ্ধে কথা বলার অপরাধে সাংস্কৃতিক কর্মীরাও। ভারতরাষ্ট্রের জেলখানাগুলিতে পচছেন অনেক ছত্রধর মাহাতো আর অনেক মৌলানা মাদানি। অনেক সাইবাবা আর অনেক শচীন মালি। দেশের যে মানুষেরা খেতে ফসল ফলান, কারখানায় ঘাম ঝরান, বা যারা বনের সম্পদকে বহুযুগ ধরে ব্যবহার ও রক্ষা করে বেঁচে আছেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের আক্রমণ আরো সুচারুরূপে প্রাণঘাতী হচ্ছে। দেশের আইন-কানুন অতীতের ধারাবাহিকতা মেনেই যেন আরো বেশি সর্বনেশে হয়ে উঠছে। বিচার-ব্যবস্থাও। 

এই প্রেক্ষিতকে মাথায় রেখেই, 'প্রতিরোধের সিনেমা'র পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে আগামী ১১ই জুলাই, মুক্তাঙ্গন প্রেক্ষাগৃহে (বেলা ৩টে থেকে সন্ধ্যে ৭টা) একটি গণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তব্য রাখবেন ডাঃ বিনায়ক সেন, সোনি সোরি, শুভেন্দু দাশগুপ্ত, রাজীব যাদব, অজয় টিজি ও অন্যান্যরা। গান নিয়ে থাকবেন অনুশ্রী-বিপুল, নীতিশ রায়, সুস্মিত বোস, স্বভাব নাটক দল, রঞ্জন প্রসাদ ও 'প্রতিরোধের গান'। আনন্দ পটবর্ধনের তথ্যচিত্র 'জমির কে বন্দী' (প্রিজনার্স অফ কনশেন্স) প্রদর্শিত হবে। 

আপনার/আপনার সংগঠনের উপস্থিতি অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে।


Contact Us
FB: facebook.com/corkolkata

ABOUT US: Cinema of Resistance (Kolkata Chapter) organizes an annual film festival, called the Kolkata People's Film Festival, in January. Throughout the year, we organize monthly film screenings in Kolkata and also travel in Kolkata and its neighbouring districts (such as North and South 24 Pargnas, Hooghly, Howrah, Birbhum, Nadia etc.) to screen films and hold discussions/dialogues on invitation from non-funded like-minded groups, unions and organizations. We are particularly interested in screening amongst workers, women, children and young adults, civil society groups and folks in general who are allies of people's movements.

To organize a show in your locality please write to cor.kolkata@gmail.com, or leave a message at9163736863. We will get back to you.

To join our initiative, please contact us in the manner above, or simply turn up at one of our screenings for a face-to-face chat!

No comments:

Post a Comment