Palash Biswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti basu is DEAD

Jyoti Basu: The pragmatist

Dr.B.R. Ambedkar

Memories of Another Day

Memories of Another Day
While my Parents Pulin Babu and basanti Devi were living

"The Day India Burned"--A Documentary On Partition Part-1/9

Partition

Partition of India - refugees displaced by the partition

Saturday, August 22, 2015

নগরপাল = মহারাজ এই খুশিতে আয়োজন করা হোক একটা মেলা। রাজা = বোঝ ঠেলা!!! একেই কূৎসা রটছে সারাবেলা। বিদুষক = মহারাজ উনি বোধহয় করবেন আরও একটু জল খেলা!!♥


রাজা = ওহে বিদুষক, তোমারও বুঝি ভ্রমনের সখ!
বিদুষক = মহারাজ তা আছে বটে! ঘরে বসে থাকলে
যদি অলস বলে কূৎসা রটে!
রাজা = ঘুরতে আমিও বড়ো ভালোবাসি, যাবে
নাকি গয়া কাশী?
বিদুষক = মহারাজ তীর্থে! যদি দেরি হয় ফিরতে!
রাজা = তাহলে কোথায় যেতে চাও? দ্বিধা করো
না বলে দাও?
বিদুষক = আজ্ঞে আমার বড়ো আশ, যদি পাই একটা
লন্ডনের পাশ।
রাজা = রানীর সাথে যেতে চাও? বিনিয়োগ
আনবে আমায় কথা দাও।
বিদুষক = তা আনবো বইকি, নইলে আর কইকি!
রাজা = তা বেশ বেশ, লন্ডন হবেই হবে হীরক
রাজের দেশ।
ঠিক কিনা???
পরিষদ = ঠিক ঠিক ঠিক
রাজা = শিক্ষামন্ত্রী শিক্ষকদের মধ্যে নাকি
ছুরির ডুয়েল? কে পাশ কে ফেল?
শিক্ষামন্ত্রী = মহারাজ বলেন নি মন্দ! শিক্ষকদের
মধ্যেও গোষ্ঠী দ্বন্দ্ব।
রাজা = ২১শে জুলাই খোলা ছিল কি কান?
শিক্ষকদের করতে হবে সম্মান!
শিক্ষামন্ত্রী = আজ্ঞে দামালরা রেখেছে
রানীর মান, আসানসোল মালদা সর্বত্র
শিক্ষকরা পেয়েছেন যথেষ্ট সম্মান।
রাজা = কৃষিমন্ত্রী চাষিরা নাকি প্রেমে
আঘাত পেয়ে মরে?
কৃষিমন্ত্রী = মহারাজ চাষ ছেড়ে ওরা এখন প্রেম
পিরিত করে।
রাজা = আহা বলেছ খাসা, শুনি অক্ষম নাকি
চাষা!!
বিদুষক = কি ভাষা!!!!
রাজা = বার্তামন্ত্রী শ্রীসন্ত নাকি নির্দোষ,
হবে না তার জেল!
বার্তামন্ত্রী = মহারাজ সামনের বছর হয়তো
আবার খেলবে আই পি এল।
রাজা = শুনছিলাম মৃত্যু দন্ডে দন্ডিত ইয়াকুব?
বার্তামন্ত্রী = আজ্ঞে রাষ্ট্রপতি এখনও করেন
নি মুকুব।
রাজা = 'ছোট্টো ঘটনার' অভিযোগ করেছেন পার্থ!
বার্তামন্ত্রী = উনি বলেছেন যথার্থ, মিডিয়া
গুলি সত্যিই অপদার্থ।
বিদুষক = ব্যাটা নিজেই পুরোপুরি ব্যর্থ।
রাজা = রক্ষামন্ত্রী পাঞ্জাবে হয়েছে নাকি
জঙ্গী হামলা?
রক্ষামন্ত্রী = ললিত, ব্যপম, কালোটাকা, জমি
বিলের মাঝে এ এক নতুন ঝামেলা।
রাজা = বিরোধীরা মন্তব্য করছেন কটু,
প্যয়াদারা নয় যথেষ্ট পটু।
রক্ষামন্ত্রী = কে কাস্তে না হাত? সুরক্ষার
দায়িত্বে স্বয়ং রাজনাথ।
রাজা = দেশবাসীর মনে সংশয়ের উদয়, মোটেই
বাঞ্ছনীয় নয়।
ঠিক কিনা????
পরিষদ = ঠিক ঠিক ঠিক
রাজা = এসো গবেষক, গবু চন্দ্র, জ্ঞানতীর্থ,
জ্ঞানরত্ন, জ্ঞানামবুধী, জ্ঞানচূড়ামনী
এসো!
গবেষক = মহারাজের কি সৌজন্য! হীরা কি আমার
জন্য?
রাজা = কোটি টাকা নিয়েছ আগাম, অথচ কাজের
নাই নাম!
গবেষক = মহারাজ তিষ্ঠ! কাজ আর অল্প
অবশিষ্ট।
রাজা = আর যায়না তীষ্ঠানো, ধৈর্য নাই আর;
আজ হয়ে যাবে ইশপার-ইসপার-উসপার!
বিদুষক = মহারাজ আবিষ্কার করেছি এক নতুন কল,
দু-মিনিটেই দূর হবে বাথরুমের জল।
রাজা = হুম তাই বটে! এতো বুদ্ধি তোমার ঘটে!
গবেষক = মহারাজ এ এক অবিশ্বাস্য যন্ত্র!
বিদুষক = ওতে কি দেওয়া আছে কথাঞ্জলীর
মন্ত্র!
রাজা = খুশি তো নগরপাল! বদনাম সব দূর হবে যা
ছিল এতোকাল।
নগরপাল = মহারাজ আপনি ধন্য, গবেষকের
আবিষ্কার অনন্য।
গবেষক = আমি নগন্য, সবই হীরক রাজের জন্য।
নগরপাল = মহারাজ এই খুশিতে আয়োজন করা হোক
একটা মেলা।
রাজা = বোঝ ঠেলা!!! একেই কূৎসা রটছে
সারাবেলা।
বিদুষক = মহারাজ উনি বোধহয় করবেন আরও একটু
জল খেলা!!
Bijaya Mallik's photo.
Like   Comment   

--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

Post a Comment